প্রিমিয়ার লিগ ফুটবলের ১৫তম রাউন্ডে ফর্টিস এফসির বিপক্ষে হেরে গেছে আবাহনী লিমিটেড। চিরপ্রতিদ্বন্দ্বীদের এই হারে তিন ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার (১৭ মে) ফর্টিসের বিপক্ষে ২-১ গোলে হেরেছে আবাহনী। এই হারের ফলে ১৫ ম্যাচে আগের মতোই ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দলটি। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। লিগে বাকি আছে আর তিন ম্যাচ। এই তিন ম্যাচে ১০ পয়েন্টের ব্যবধান ঘোঁচানো আবাহনীর পক্ষে সম্ভব না। ফলে মোহামেডানের এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত।
২০০৭ সালে বাংলাদেশের ফুটবল পেশাদার যুগে প্রবেশ করে। এরপর ১৬টি আসর অনুষ্ঠিত হলেও মোহামেডান কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। অবশেষে ১৭তম আসরে এসে শিরোপার দেখা পেলো দলটি।