The Business standard পত্রিকায় ২৬/১১/২০২৫ইং তারিখ বিকেল ৪:২০ মিনিটে অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রীম পিএলসি-এর বক্তব্য-The Business Standard পত্রিকায় ২৬/১১/২০২৫ইং তারিখ বিকেল ৪:২০ মিনিটে অনলাইন পোর্টালে “ত্রী সন্তানসহ লাভেলো আইসক্রীমের এমডি একরামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা” শিরোনামে প্রকাশিত সংবাদের বিষয়ে প্রসঙ্গে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রীম পিএলসি-এর বক্তব্য জানতে চাওয়া হলে কোম্পানীর এমডি জনাব মোঃ একরামুল হক জানান যে, তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রীম পিএলসি ব্যবসার প্রয়োজনে সীমান্ত ব্যাংক পিএলসি থেকে ঋণ সুবধা গ্রহণ করে। তবে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিশেষভাবে ২০২৩ সালের পর থেকে দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাওয়ার কারণে ব্যবসায় চরম মন্দা সত্ত্বেও তার কোম্পানী সীমান্ত ব্যাংকে নিয়মিতভাবে ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যহত রাখে। পরবর্তীতে জুলাই’২৪ গণ অভ্যুত্থানের অব্যবহিত পরে অন্য সকলের ন্যায় তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রীম পিএলসি-এর ব্যবসায় প্রতিকূল পরিস্থিতির কারণে নিয়মিত ঋণ পরিশোধ ব্যহত হয় এবং এর ফলশ্রুতিতে এপ্রিল, ২০২৫-এ সীমান্ত ব্যাংক কোম্পানীর ঋণ হিসাব নিয়মিত করা থেকে বিরত থাকে। তবে মহামান্য হাইকোর্টের আদেশে সকল ঋণ হিসাব অদ্যাবধি নিয়মিত রয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ২৬/৯ /২০২৫ তারিখের ৭ নং বিআরবিডি সার্কুলার অনুযায়ী কোম্পানি ইতিমধ্যে সকল লোন নিয়মিত করনের জন্য ডাউন পেমেন্ট এর অর্থ সংশ্লিষ্ট ব্যাংক বরাবর জমা করায় বিষয়টি ইতিমধ্যে সুরুহা হয়েছে বলে আশা করা হয়। কিন্তু ব্যাংক ইতিমধ্যে রিসিডিউল আপডেট না করায় বিষয়টি পূর্বে দায়ের করা অভিযোগের ভিত্তিতে আজ বিজ্ঞ বিচারকের আদালত কর্তৃক উক্ত নির্দেশনা প্রদান করা হয়। সীমান্ত ব্যাংক কর্তৃক লোন রিসিডিউল আপডেট করা হলে উক্ত অভিযোগ দ্রুততম সময়ে সমাধান হবে বলে কোম্পানি আশাবাদ ব্যাক্ত করছে।