পূবাইল ডেমরপাড়া ও সোড়ল

শারদীয় দুর্গাপূজার নবমীতে পূবাইল থানার অন্তর্গত ৪১নং ওয়ার্ডের ডেমরপাড়া ও সোড়ল সার্বজনীন দুর্গা ও রাধা গোবিন্দ মন্দিরের সকল হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা বিনিময় করছেন,পূবাইল থানা বিএনপির প্রভাবশালী সদস্য আসাদ হোসেন খান বুলবুল, তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা বিএনপি বদ্ধপরিকর। বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই।কারো ভয়ে নয় আমরা সবাই নির্ভয়ে নিরাপদে যার যার ধর্ম পালন করবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনো হিন্দু বিদ্বেষী ছিল না ভবিষ্যতে ও থাকবে না।আমরা চাঁদাবাজি সন্ত্রাসী করব না কাউকে চাঁদাবাজি সন্ত্রাসী জমিদখল করতে দেবনা।আগামী ত্রয়োদশ জাতীয় সংসদক নির্বাচনে সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক,এ কে এম ফজলুল হক মিলন ভাইকে ধানের শীষ প্রতীকে ১টি করে ভোট দিবেন যাতে করে আগামীদিনে বিএনপির সেবক হয়ে আপনাদের নিরাপত্তাপ্রহরী হয়ে উন্নয়ন এবং সেবা করতে পারি।বুধবার সন্ধ্যায় ৪১নং ওয়ার্ডের বিভিন্ন পূজা মাণ্ডব পরিদর্শন করে শাদীয় শুভেচ্ছা বিনিময়কালে এ সব কথা বলেন থানা বিএনপির এই নেতা।পাশাপাশি শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে পূজা মাণ্ডবে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ডেমরপাড়া মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক ও সোড়ল মন্দিরের সভাপতি শ্রী সুকিন্দ্র চন্দ্র দাস সাধারণ সম্পাদক শ্রী দীপংকর চন্দ্র দাস কোষাধ্যক্ষ শ্রী মিঠুন চন্দ্র দাস আরোও উপস্থিত ছিলেন,পূবাইল থানা বিএনপির সদস্য আফজাল হোসেন বিএনপি নেতা ও বারইবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি শাহাদাত হোসেন খান বাবুল সাবেক সভাপতি এমদাদ সরকার পূবাইল থানা যুবদলের ১নং যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন সরকার হারেজ আলী, ছাত্র বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার আলম মোল্লা এড.মোতালিব ৪১নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক মামুন মিয়া সহ শারদীয় দুর্গাপূজায় আগত হিন্দু সম্প্রদায়ের অতিথি ও স্হানীয় বিএনপির নেতৃবৃন্দ গণ এ সময় উপস্থিত ছিলেন।