পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নতুন ইতিহাস। দেশের পালাবদল শেষে এবার ক্রিকেট মাঠেও ইতিহাস গড়লো বাংলার টাইগাররা। এই নিয়ে বিদেশের মাটিতে তৃতীয় টেস্ট সিরিজ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। তবে পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ নিলো এবার।
পাকিস্তানের ঘরের মাটিতে পাকিস্থানকেই হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ ক্রিকেট দল। ভারত সফরের আগে পাকিস্তানের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজটাকে নিজেদের করে নিলো বাংলাদেশ। নিজেদের পকেটে পুরে নিলো পুরো সিরিজকে। প্রথম ম্যাচে ১০ উইকেটে জয় নিয়েই নজির গড়েছিলো বাংলার টাইগাররা।
এই ম্যাচকে অনেকেই অঘটন হিসেবে বিবেচনা করলেও, দ্বিতীয় ম্যাচে আবারও ৬ উইকেটে জয় নিয়ে নতুন এক উপন্যাসের সাক্ষী হলো নাজমুল হোসেন শান্তর দল।
টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরও এই ফরম্যাটে বাংলাদেশের সাফল্য এসেছে কালেভদ্রে। যেটুকু সাফল্য এসেছে তাও আবার ঘরের মাঠে স্পিন সহায়ক পিচে খেলে। তবে এবার পাকিস্তানের মাটিতে ঘটেছে পুরো ব্যতিক্রমী ঘটনা। পেস সহায়ক পিচে ভেলকি দেখিয়েছেন টাইগার স্পিনাররা। এখানে পিছিয়ে ছিলেন না পেসাররাও। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের দশ উইকেটই শিকার করেছিলো টাইগার পেসাররা।
ব্যাটিংয়ে আস্থা জুগিয়েছেন সেঞ্চুরিয়ান মুশফিক-লিটনরা। বলা যায় টিম পারফরম্যান্সের দ্বারাই বিদেশের মাটিতে এক ঐতিহাসিক সাফল্য পেয়েছে বাংলাদেশ। সিরিজ সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানকে হারিয়ে প্রতিপক্ষের মাটিতে অষ্টম টেস্ট এবং তৃতীয় টেস্ট সিরিজ জিতলো বাংলাদেশ।
বিদেশের মাটিতে বাংলাদেশ প্রথম টেস্ট সিরিজ জয়ের উল্লাস করেছিলো ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে। তবে ঐ সিরিজে নিজেদের শক্তির চেয়ে ক্যারিবিয়ানদের দুর্বলতা বেশি ছিলো বলে মনে করেন অনেকেই। প্রতিপক্ষের মাটিতে দ্বিতীয় টেস্ট সিরিজ জিততে অপেক্ষা করতে হয়েছিলো এক যুগ। তাও আবার ২০২১ সালে খর্বশক্তির জিম্বাবুয়ের সাথে।
তবে ধরা যায় কোনো পূর্ণশক্তির দলের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেলো ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে। জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের পর তৃতীয় কোনো দেশের বিপক্ষে বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জয় করলো লাল-সবুজের প্রতিনিধিরা। ৭৯ বছরের ইতিহাসে ঘরের মাটিতে পাকিস্থান হোয়াইটওয়াশ হয়েছিলো তিনবার, যেখানে প্রতিপক্ষ ছিলো অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।
এবার এই তালিকায় নাম উঠেছে বাংলাদেশেরও। পাকিস্থানকে ২-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে টেস্ট সিরিজ জিতে নিয়েছে টাইগার একাদশ।
এই জয়কে দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অর্জন বলেও মনে করেন ক্রিকেটবোদ্ধারা।