গাজীপুর মহানগর এর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের মাজুখান এলাকায় অবস্থিত জহুরা খাতুন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জহুরা খাতুন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আকরাম হোসেন, অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ,পূবাইল থানা বিএনপির যুগ্ম সম্পাদক মুনছুর আলী, আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কেজি স্কুল এসোসিয়েশনের সদস্য সচিব মাসুদুর রহমান সিদ্দিকী, ৪১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান,৪০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোলায়মান মুন্সি, প্রমুখ,
দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা বলেন, এ বিদায় তোমাদের চির বিদায় নয় বরং মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চমাধ্যমিকে পদার্পণ করার আনুষ্ঠানিকতা। তোমাদের জীবনের লক্ষ্য স্থির করে অধ্যবসায় চালিয়ে যাও। তোমরা একদিন সফলতা অর্জন করে মা-বাবা ও শিক্ষকদের স্বপ্ন পূরণ করবে।
এরপর দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়।