২২০ কনটেইনার পণ্য ধ্বংস করবে কাস্টমস
আমদানিকৃত ২২০ কনটেইনারবাহী পচনশীল পণ্য ধ্বংস করবে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর ও বিভিন্ন বেসরকারি ডিপোতে স্তূপকৃত এসব পণ্যের মধ্যে রয়েছে কমলা, আদা, মাছ ও মহিষের মাংস।
রোববার (৮ জানুয়ারি) কাস্টমস হাউসে এ নিয়ে একটি বৈঠক রয়েছে। কাস্টমস হাউসের নিলাম শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
কাস্টমস সূত্রে জানা যায়, আগামি ১১ জানুয়ারি এসব পণ্য মাটিচাপা দিয়ে ধ্বংস করার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আমদানিকারক এসব পণ্য আমদানি করে খালাস না করায় কয়েক দফা নিলামে তোলা হয়। কিন্তু নিলামেও মেলেনি ক্রেতা। ইতোমধ্যে এগুলো মেয়াদোত্তীর্ণ ও পচে গেছে।
কাস্টমস কর্তৃপক্ষ আমদানিকারক বরাবর ৩ জানয়ারি চিঠি ইস্যু করেছে। চিঠির বিষয়বস্তু কোন মামলা বা নিষেধাজ্ঞা আছে কিনা তা খতিয়ে দেখা। কোন ধরনের নিষেধাজ্ঞা না থাকলে নগরীর হালিশহর আনন্দবাজারে সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশনে এসব পচা পণ্য ধ্বংস করা হবে।
প্রসঙ্গত, কাস্টমস ও পরিবেশ অধিদপ্তরসহ আটটি সরকারি সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে সচরাচার পণ্য ধ্বংস করা হয়ে থাকে।