আল্লাহ সুদকে হারাম হারাম করে ব্যবসায়কে করেছেন হালাল। অতি লাভ আর মজুমদার ইসলামী আইনে হারাম। মিরসরাই বাজার ব্যবসায়ীদের সাথে প্রিতিভোজ ও আলোচনা সভায় বাজার ব্যবসায়ীদের উদ্দেশ্য এমন বক্তব্য দেন জামায়াতের নেতৃবৃন্দ।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে মিরসরাই ওয়ান্ডারল্যান্ড সিটি সেন্টারের দ্বিতীয় তলায় এই প্রীতি ভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই বাজার ব্যবসায়ী পূর্ব শাখার সাধারণ সম্পাদক ইউসুফের সঞ্চালনায় ও সভাপতি এবিএম সিদ্দিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা আমীর শিক্ষক নুরুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই পৌর আমীর মাওলানা শিহাব উদ্দিন, সেক্রেটারি ইকরামুল হক, অর্থ সম্পাদক আলাউদ্দিন, উপজেলা অফিস সম্পাদক প্রভাষক শফিক শিকদার প্রমুখ। সভায় মিরসরাই বাজারের প্রায় ২ শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। ব্যবসায়ীদের উদ্দেশ্য জামায়াতের নেতারা বলেন, সৎ ও প্রকৃত ব্যবসায়ীরা হাশরের ময়দানে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সোহাদায়ে সোহালেহীন সিদ্দিকীনদের সম মর্যাদা দেয়া হবে। এছাড়া যদি ঈমানদারি, আমানত ও সততার সঙ্গে ব্যবসা করা যায়, তাহলে ব্যাবসায়িক কর্মকাণ্ড নেক আমলে পরিণত হয়।
উপজেলা জামায়াতের আমির শিক্ষক নুরুল কবির বলেন, কোরআন ও হাদিসে ব্যবসার প্রতি সর্বাধিত গুরুত্ব দেওয়া হয়েছে। তাতে বোঝা যায়, ব্যবসা অন্য যেকোনো পেশার চেয়ে শ্রেষ্ঠ পেশা। তবে ব্যবসা অবশ্যই শরিয়ত ও সুন্নত মোতাবেক হতে হবে। ব্যবসায় মগ্ন হয়ে কিছুতেই আল্লাহর স্মরণ থেকে গাফেল হওয়া যাবে না। মুসলমানের কর্তব্য হলো, সব সময় আল্লাহকে স্মরণ করা এবং হালাল পদ্ধতিতে আয়-উপার্জনের চেষ্টা করা। হাদিস শরিফে এসেছে, ‘সৎ ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সত্যবাদী ও শহীদদের সঙ্গে থাকবে।’ আলোচনা শেষে এক প্রীতিভোজের মধ্যে দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
আশরাফ উদ্দিন মিরসরাই চট্টগ্রাম 01758031061