গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় দীর্ঘদিন ধরে মহাসড়ক উন্নয়ন কাজ বন্ধ থাকার কারণে সাধারণ মানুষের চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। জানা গেছে, গত সরকারের সময়ে গোপালগঞ্জ সদরের ঘোনা পাড়া মোড় থেকে টুঙ্গিপাড়ার মধুমতি নদীর ব্রিজ পর্যন্ত, ঢাকা থেকে গোপালগঞ্জ হয়ে টুঙ্গিপাড়ার দিয়ে-পিরোজপুর-বাগেরহাট সড়কের ১০ কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছিল, তবে কাজটি অসম্পূর্ণ রয়েছে। এই মহাসড়কের উন্নয়ন কাজটি চার লেনে উন্নতি করনের কাজ শুরু হয়েছিল গত দেড় বছর আগে।এই সড়ক দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুর ও বাগেরহাট রোডে শত শত পরিবহন যাতায়াত করে।
ওটিবিএল কোম্পানি ও আর বি এল কোম্পানি যৌথভাবে এই সড়ক নির্মাণের দায়িত্ব নিয়েছিল। তবে, ৯ কিলোমিটার রাস্তার কাজ শেষ হলেও ৬০০ থেকে ৭০০ মিটার সড়কের কাজ, যা টুঙ্গিপাড়া উপজেলার ঐতিহ্যবাহী গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চ বিদ্যালয় থেকে পাটগাতি বাস স্ট্যান্ড পর্যন্ত বিস্তৃত, তা অসম্পূর্ণ রেখেই উধাও হয়ে গেছে। এই কাজ অসম্পূর্ণ থাকার কারণে সাধারণ মানুষের চলাচলে বিরাট সমস্যা সৃষ্টি হচ্ছে।
এছাড়া, এই সড়কটি দিয়ে ঢাকা থেকে পিরোজপুর, বাগেরহাট রোডের বাস চলাচল করে এবং উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের যাতায়াতে ও অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে নানা ধরনের বিপাকে পড়ছেন।
স্থানীয়রা জানিয়েছেন, এই রাস্তা দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এমনকি রাস্তাটি অচল হওয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে। তাই, স্থানীয়দের দাবি, দ্রুত সময়ে রাস্তার অসম্পূর্ণ কাজ শেষ করা হোক যাতে সাধারণ জনগণ সহজেই চলাচল করতে পারেন এবং এলাকাবাসীকে এই দুর্ভোগের হাত থেকে মুক্তি দেওয়া হয়।
এ বিষয় নিয়ে সড়ক বিভাগ প্রকল্পে দায়িত্বে থাকা গোপালগঞ্জের এস ও রাসেল প্রকৌশলীর সাথে কথা বললে তিনি জানান প্রকল্পের ফান্ড বন্ধ হয়ে গিয়েছে। যার কারণে রাস্তার কাজটা আপাতত বন্ধ আছে।তবে ফান্ড আসলে বাকি কাজটা সম্পন্ন হবে। প্রছেজিং প্রায় শেষের পথে আশা করছি অতি দ্রুত রাস্তার বাকি কাজটা আমরা সম্পূর্ণ করতে পারব।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় জনগণ আবেদন জানিয়েছেন