খালেদা জিয়াকে চীনা দূতাবাসের উপহার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহারসামগ্রী পাঠিয়েছে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস।

শুক্রবার (২৩ জুন) বিকেলে একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই উপহারসামগ্রী খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, শুক্রবার বিকেলে দূতাবাসের পক্ষ থেকে এসএফ ইন্টারন্যাশনাল কুরিয়ারের একটি গাড়িতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কয়েকটি প্যাকেটে এসব উপহার পৌঁছে দেওয়া হয়।

তিনি বলেন, কিছু প্যাকেট পাঠিয়েছে। শুক্রবার হওয়ায় আমরা কেউ কার্যালয়ে ছিলাম না। জেনেছি, প্যাকেটের ওপরে ম্যাডামের (বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া) নাম লেখা ছিল। প্যাকেটগুলেঅ ওনাকে পৌঁছে দেওয়া হয়েছে।

নাম না প্রকাশে অনিচ্ছুক বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, চীন এর আগেও ম্যাডামের জন্য উপহার পাঠিয়েছে। আজকে কিছু মৌসুমি ফল পাঠিয়েছে।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে তাকে শুভেচ্ছা জানিয়ে উপহার সামগ্রী পাঠিয়েছিল ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস। ওই সময়ে উপহার সামগ্রী দেওয়ার পাশাপাশি দূতাবাস কর্মকর্তারা খালেদা জিয়ার আরোগ্য কামনা করেন।

এমএইচএফ