সীতাকুণ্ড থেকে ৪৫ লাখ টাকার চোরাই বিটুমিন উদ্ধার, গ্রেফতার ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৫৩ মেট্রিকটন চোরাই বিটুমিনসহ সিন্ডিকেটের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। যার মূল্য ৪৫ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতার আলমগীর হোসেন (৩০) খাগড়াছড়ি জেলার রামগড় থানার উত্তর লাম্পুপাড়া এলাকার জসিম উদ্দীনের ছেলে।

উপজেলার দক্ষিণ সোনাইছড়ি এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে একটি তেলের ডিপো থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি বলেন, শনিবার দক্ষিণ সোনাইছড়ি এলাকায় একটি তেলের ডিপোতে অভিযান চালিয়ে দুটি ট্রাক থেকে ৫৩ মেট্রিক টন চোরাই বিটুমিন জব্দ করা হয়। এ সময় বিটুমিন চোরাই সিন্ডিকেটের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত চোরাই বিটুমিনের মূল্য ৫৩ লাখ টাকা।

গ্রেফতার আসামি জিজ্ঞাসাবাদে জানায়- সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার গাড়ি থেকে অবৈধভাবে চুরি করা বিটুমিন কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রি করে আসছিল।

উল্লেখ্য যে, গত ৩ জানুয়ারি সীতাকুণ্ড থানাধীন বাংলাবাজার এলাকা থেকে প্রায় ১৬ হাজার লিটার চোরাই বিটুমিনসহ চক্রের আরও ৩ সদস্যকে গ্রেফতার করেছিল র‌্যাব।