শ্রীমঙ্গল-কমলগঞ্জে মহসিন মিয়া মধুর গণসংযোগ: ‘নিরাপত্তার পাহারাদার হয়ে পাশে থাকতে চাই’

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের নির্বাচনী মাঠে ফুটবল মার্কার সতন্ত্র প্রার্থী, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু তাঁর প্রচারণা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে কমলগঞ্জ উপজেলার আলিনগর ইউনিয়নের যোগীবিল এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় উৎসবে যোগ দিয়ে তিনি ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।

উৎসব কমিটির বিশেষ আমন্ত্রণে মহসিন মিয়া মধু প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানস্থলে পৌঁছালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উৎসব কমিটির নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত সহস্রাধিক ভক্ত ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

উপস্থিত জনতার উদ্দেশ্যে আবেগঘন বক্তব্যে মহসিন মিয়া মধু বলেন, আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। আমি আপনাদের মনোনীত প্রার্থী। সব সময় আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম এবং আগামীতেও থাকব। আগামী ১২ তারিখ ফুটবল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আমি কথা দিচ্ছি, আগামী পাঁচ বছর আপনাদের জান-মালের নিরাপত্তায় পাহারাদার হিসেবে নিজেকে নিয়োজিত রাখব।

তিনি আরও বলেন, ফুটবল মার্কা কেবল একটি নির্বাচনী প্রতীক নয়; এটি শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের প্রতীক। সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারদের হাত থেকে এলাকাকে মুক্ত রাখতে এবং শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে ফুটবল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ফুটবল মার্কার বিপুল সংখ্যক কর্মী-সমর্থক এবং স্থানীয় সনাতনী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্যের এক পর্যায়ে উপস্থিত সকলে হাত তুলে আসন্ন নির্বাচনে মহসিন মিয়া মধুকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।