গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের হারবাইদ স্কুল এন্ড কলেজ মাঠে গাজীপুর রড ও সিমেন্ট বিক্রয় প্রতিনিধি কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ও মিলন মেলা আজ (২৩ জানুয়ারি)শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ডিলার প্রতিনিধি একাদশ ও কোম্পানি একাদশ প্রতিনিধিদের মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।কোম্পানি একাদশ ৬৪ রানে বিজয়ী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , থ্রি স্টার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের এর পরিচালক ফয়সাল মাহমুদ,রনি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী রনি আহম্মেদ,মেঘনা গ্রুপের এরিয়া ম্যানেজার মালেক শেখ , প্রমুখ, বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিবৃন্দ।মিলন মেলার প্রধান অতিথি, ফয়সাল মাহমুদ বলেন ,এক শ্রেণীর ব্যবসায়ী আছেন যারা মানবতার কথা চিন্তা না করে শুধু মুনাফা অর্জন করেন।
তবে ব্যবসায়ীদের মনে রাখতে হবে, শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে কিছু লোকের চাকরির ব্যবস্থা ও অর্থ উপার্জন যেন তাদের মূল উদ্দেশ্য না হয়। বরং ব্যবসায়ীদের মূল উদ্দেশ্য হতে হবে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণ।ব্যবসা হচ্ছে এমন একটি মাধ্যম, যার মাধ্যমে আমরা নিজের জীবন পরিবর্তন করতে পারি। একটি সফল ব্যবসা দিন শেষে ব্যবসায়ী ও অ-ব্যবসায়ীর মধ্যে পার্থক্য গড়ে তোলে। চাকরিতে যেখানে একটি নির্দিষ্ট বেতনের সীমা থাকে, ব্যবসায় থাকে সীমাহীন সুযোগ।