শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জামায়াত নেতার নেতৃত্বে প্রবাসীর জমি জবরদখলের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জামায়াত নেতার নেতৃত্বে এক প্রবাসীর জমি জবরদখলের অভিযোগ উঠেছে।  মঙ্গলবার সকালে শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা বাজার সংলগ্ন এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শরীর খান(৪০) উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা গ্রামের আব্দুল মোতালেব এর ছেলে। তিনি দীর্ঘ বছর যাবৎ সৌদি প্রবাসী। অভিযুক্ত সাদেক কাজী উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের গোসিঙ্গা গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে। তিনি গোসিঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি। ভুক্তভোগী সৌদি প্রবাসীর চাচা বোরহান উদ্দিন বলেন,গত এক যুগের বেশি সময় যাবৎ আমার ভাতিজা শরীর এই জমি ক্রয় করে সীমানা প্রাচীর নির্মাণ করে ভোগ দখলে আছে। আমিই জমির দেখবাল করি। আজ সকাল থেকে হঠাৎ করে জামায়াতের নেতার নেতৃত্বে জমি জবর দখল করে ঘরবাড়ি নির্মাণ করছে। কোন কারণ ছাড়া আমার ভাতিজার বৈধ জমি জবরদখল করে নিচ্ছে। তিনি আরও জানান, জমিতে আদালতের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু জামায়াত নেতা নিষেধাজ্ঞা মানছে না। জোরপূর্বক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

পুলিশে খবর দেওয়া হয়েছে। অভিযুক্ত জামায়াত নেতা সাদেক কাজী বলেন, জায়গা আমার চাচা দিয়েছে। আমার চাচাকে অন্য জায়গা আমরা জমি দিয়েছি। এটি আমাদের পৈতৃক সম্পতি। আমি কারো জমি জবরদখল করছি না।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নির্মাণ কাজ বন্ধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু আদালতের নিষেধাজ্ঞা জারি হয়েছে। বর্তমানে কেউ কাজ করতে পারবে ন।