গাজীপুরের পূবাইল থানাধীন হাড়িবাড়িরটেক এলাকায় ঘোড়াশাল – টঙ্গী আঞ্চলিক মহাসড়কের পাশে একটি কালভার্টের নিচ থেকে এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পথচারীরা প্রথমে কালভার্টের নিচে লাশটি দেখতে পান। পরে স্থানীয়রা বিষয়টি পূবাইল থানা পুলিশকে জানান। খবর পেয়ে থানা পুলিশের একটি টহল টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মৃত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশ উদ্ধারের পর ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তের জন্য গাজীপুর পিবিআই ও সিআইডিকে অবহিত করা হয়েছে।
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।
তিনি আরও বলেন, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে এবং আইনগত প্রক্রিয়া অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।