উন্নয়ন, সুশাসন ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে বদলিজনিত কারণে সাভার উপজেলা প্রশাসন থেকে বিদায় নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকার। বুধবার (৮ অক্টোবর)সকালে তার আনুষ্ঠানিক বিদায়ে সাভারজুড়ে নেমে এসেছে গভীর আবেগ ও ভালোবাসার ঢল। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও স্মৃতিচারণায় ভরে উঠেছে স্থানীয়দের টাইমলাইন,যেন এক প্রিয়জনকে হারানোর বেদনা।
মাত্র এক বছরের কিছু বেশি সময়ে ইউএনও আবুবকর সরকারের নেতৃত্বে সাভার উপজেলায় এসেছে আমূল পরিবর্তন। পরিত্যক্ত মাঠে ফুটে উঠেছে খেলার মাঠ, রাস্তাঘাটে ফিরেছে শৃঙ্খলা, শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছে নতুন দিকনির্দেশনা। বিশেষ করে বেদে ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে এসেছে সরকারি সহায়তার উষ্ণ স্পর্শ। স্থানীয়রা বলছেন,তিনি ছিলেন এমন একজন প্রশাসক, যিনি কাগজে নয়, মাঠে কাজ করতেন।
জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিককর্মীসহ সর্বস্তরের মানুষ জানিয়েছেন কৃতজ্ঞতা ও শুভকামনা। কেউ লিখেছেন, “আপনার মেধা ও নিষ্ঠা সাভারবাসীর মনে অম্লান থাকবে,” আবার কেউ বলেছেন, “আপনার বিদায় সাভারের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
মানবিকতার প্রতীক এই প্রশাসক দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন নিজের দায়বদ্ধতা থেকে। বেদে সম্প্রদায়ের পুনর্বাসন, শিক্ষার্থীদের জন্য সহায়তা ও অনুপ্রেরণাদায়ী কর্মসূচি, সব ক্ষেত্রেই তার ছিল সক্রিয় উপস্থিতি।
সরকারি আদেশে ইউএনও মো. আবুবকর সরকার এখন নতুন দায়িত্বে যাচ্ছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে।
তার স্থলাভিষিক্ত হচ্ছেন মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান। বিদায়ের মুহূর্তে সাভারবাসী বলছেন,ইউএনও আবুবকর সরকার শুধু একজন প্রশাসক নন, তিনি ছিলেন আমাদের আপনজন। তার সৎ, কর্মঠ ও মানবিক মনোভাব চিরকাল আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। সাভারের মানুষের প্রার্থনা,নতুন কর্মস্থলেও তিনি যেন আলোকিত করেন মানবতা ও সেবার পথ, যেমনটা করেছেন সাভারে।