গাজীপুরের পূবাইল থানাধীন তালটিয়া পূর্বপাড়া সুন্নি বাইতুল নূর জামে মসজিদে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মসজিদের সভাপতি, মুসল্লী ও স্থানীয় কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পূবাইল থানার অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে দুপুর ২টার দিকে মসজিদে নতুন করে কমিটি গঠন করা হয়। এতে মো. হাবিবুর রহমান সভাপতি নির্বাচিত হন। তবে কমিটি গঠন নিয়ে বিরোধিতা করেন সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন ও তার ছেলে সোহাগসহ তাদের স্বজনরা।
অভিযোগে বলা হয়েছে, কমিটি ঘোষণা শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় মোক্তার হোসেন, তার ছেলে সোহাগ, শাহিন, শফিকসহ আরও কয়েকজন এবং অজ্ঞাতনামা ১৫-২০ জন মিলে দেশীয় অস্ত্র নিয়ে মসজিদের সামনে হামলা চালান। এসময় তারা মসজিদের সভাপতি হাবিবুর রহমানকে গালিগালাজ করেন এবং প্রতিবাদ জানালে মুসল্লী রাকিব হোসেন মোল্লাকে মারধর করেন। তার গলা থেকে প্রায় এক লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এছাড়া মুসল্লী রিপন, মাসুম ও বাচ্চু সহ কয়েকজনকে কিল-ঘুষি মেরে আহত করা হয়। একইদিন বিকালে তালটিয়া রেলগেট এলাকায় সামাজিক অনুষ্ঠানের জন্য চেয়ার আনতে যাওয়া স্থানীয় কিশোর শান্তকে মারধর করে বিবাদীরা। শান্তকে বাঁচাতে গেলে দোকানদার মুরাদ হোসেনকেও তারা মারধর করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর)বাদ জুমা মসজিদের মুসল্লী ও স্থানীয়রা এক প্রতিবাদ সমাবেশ করেন।
মসজিদের ইমাম আবু রায়হান বলেন,জুমার নামাজের আগে সবাইকে জানিয়ে সর্বসম্মতভাবে কমিটি গঠন করা হয়। কিন্তু নামাজ শেষে বাইরে এসে একপক্ষ গালিগালাজ ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নতুন কমিটির জয়েন্ট সেক্রেটারি রাসেদুল হাসান রাসেল জানান,আমরা কোনো বিরোধ চাইনি। সবকিছু মসজিদের ভেতরে মুসল্লিদের মতামত নিয়েই হয়েছে।
অন্যদিকে সোহাগ সাংবাদিকদের জানান, আমার বাবা বহু দিন এই মসজিদ এর কমিটির সাধারণ সম্পাদক ছিলেন, এখন আমার বাবার বয়স হয়েছে, তার দায়িত্ব পালনে কষ্ট হয়, তাই তিনি দায়িত্ব ছেড়ে দিতে চাচ্ছিলেন গত দুই মাস আগে থেকেই,নতুন কমিটি নিয়ে আমার ও আমার বাবার কোন অভিযোগ নেই, তবে নতুন কমিটি হওয়ার পর ওই দিন ই মসজিদ এর ইমাম ও ময়াজ্জিন কে চাকুরী থেকে বের করে দেওয়ার প্রস্তাব করলে আমার বাবা তাতে বিরোধিতা করলে আমার বাবার উপর হামলা হয়।