“কথার কি পাখা আছে? আছে বই কি!” — গাজীপুরে আবু জাফর শামসুদ্দীন স্মরণসভা অনুষ্ঠিত

বাংলা কথাসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক ও সাংবাদিক আবু জাফর শামসুদ্দীনকে স্মরণ করে গাজীপুরে অনুষ্ঠিত হলো এক হৃদয়গ্রাহী স্মরণসভা। “কথার কি পাখা আছে? আছে বই কি!” শীর্ষক এই অনুষ্ঠানটি আয়োজন করে গাজীপুর আইডিয়াল কলেজ, শহরের প্রাণকেন্দ্রে। রবিবার বিকেল ৫টায় শুরু হওয়া সভায় যোগ দেন সাহিত্যপ্রেমী শিক্ষক, সংস্কৃতিজন ও স্থানীয় তরুণরা। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান মনির। পুরো অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন হাড়িনাল হাই স্কুলের শিক্ষক মাধব চন্দ্র মন্ডল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক অসীম বিভাকর। তিনি আবু জাফর শামসুদ্দীনের কালজয়ী গল্প ‘কলিমদ্দি দফাদার’ নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন। বক্তৃতার একপর্যায়ে তিনি লেখকের ভাষাশৈলী, চরিত্রনির্মাণ ও সময়চেতনার দিকটি তুলে ধরেন।

স্মরণসভায় আরও বক্তব্য রাখেন— সংস্কৃতিজন লিয়াকত চৌধুরী, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, কবি ও শিক্ষক মেজবাহ উদ্দিন, কথাসাহিত্যিক রিপন বাসার, কবি হাসান জহির, গবেষক আশরাফুল ইসলাম এবং লেখক গোলাম মাওলা। বক্তৃতায় আবু জাফরের আরেক বিখ্যাত গল্প ‘ল্যাংড়ী’ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। বক্তারা বলেন, “আবু জাফর শামসুদ্দীন শুধু একজন কথাসাহিত্যিক নন, তিনি ছিলেন সততা ও সাহসিকতার প্রতীক। সাংবাদিকতা ও সাহিত্যে তাঁর অবদান যুগে যুগে আলো ছড়াবে।” অনুষ্ঠানের শুরুতেই কবি সেলিম হাসান দুর্জয়-এর একক কাব্যগ্রন্থ ‘দেবীসমগ্র-১’–এর মোড়ক উন্মোচন করা হয়। স্মরণসভা পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়— যেখানে শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী এবং সাহিত্যপ্রেমীরা একত্রিত হয়ে বাংলা সাহিত্যের এই মহান সন্তানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।