গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের গিধরিয়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের একটি মন্দিরের উন্নয়নকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকাল ১০টায় এ উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর জেলা আমীর ও জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ডা. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মন্দির পরিচালনা কমিটির সদস্য, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোস্তাফিজুর রহমান খান এবং উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ নুরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকার রক্ষা করা আমার নৈতিক দায়িত্ব। আমি সবসময় উপাসনালয়গুলোর উন্নয়ন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার পক্ষে। শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হলে সব ধর্মের মানুষের অধিকার সমভাবে নিশ্চিত করতে হবে।” স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এ ধরনের সহানুভূতিশীল পদক্ষেপ আন্তধর্মীয় সম্প্রীতি আরও জোরদার করবে।