গাজীপুর মহানগরীর পূবাইল থেকে ১২৪ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১৬ এপ্রিল) রাতে গাজীপুরের পূবাইল থানাধীন ঢাকা-বাইপাস সড়কে একটি বালু ভর্তি ট্রাকে চেকপোস্ট পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২৪ কেজি গাঁজা ও ঘটনাস্থল থেকে মাদক পরিবহনে ব্যবহ্নত ১টি ট্রাক জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার সুমেরখোলা গ্রামের মৃত মোঃ আঃ মজিদের ছেলে মোঃ সোহাগ শেখ (৩৯), নড়াইল জেলার কালিয়া থানার নগগ্রাম গ্রামের মোঃ মিজানুর বিশ্বাসের ছেলে মোঃ আশিক বিশ্বাস ওরফে আকাশ (২১) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ইটাখোলা গ্রামের মোঃ শফিক মিয়ার ছেলে মোঃ সাগর মিয়া (২০)।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম জানান, দেশের সীমান্তবর্তী এলাকা হতে পাইকারী দামে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে নিয়ে এসে ঢাকা জেলা ও গাজীপুর শহরের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে থাকে তারা। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। পরবর্তীতে তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয় এবং আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে।