ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে কর্মরতদের চাকুরী জাতীয়করন এবং ৪ মাসের বকেয়া বেতন বোনাস ঈদের আগে পরিশোধসহ ৫ দফা দাবিতে মউশিক কল্যান পরিষদের ডাকে গতকাল ২০মার্চ বৃহস্পতিবার সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন শিক্ষক শিক্ষিকাসহ সংশ্লিষ্ট কর্মচারিরা।
অন্যান্য দাবির মধ্যে ঈদের আগেই অষ্টম প্রকল্প অনুমোদন, বেতন বৃদ্ধি, শিক্ষক তহবিল গঠন করে অসুস্হ অথবা মৃত্যুবরনকারি শিক্ষক-শিক্ষিকাদের এককালীন অর্থ প্রদানের দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি আউট সোর্সিং পদ্ধতি মেনে নেওয়া হবেনা বলে হুশিয়ারী জানিয়েছেন সংগঠনের নেতারা।
এসময় বক্তব্য দেন মউশিক কল্যান পরিষদের জেলা কমিটির সভাপতি মাওলানা আইনুল ইসলাম, সাধারন সম্পদক মাওলানা আব্দুস সোবহান, মাওলানা জবাইদুর রহমান, সদরের উপজেলা কমিটির সভাপতি মাওলানা মোজাম্মেল হোসেন এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বারীসহ অন্যান্যরা।
দাবি পুরনে ধর্ম উপদেষ্টার দৃষ্টি আকর্ষনসহ দাবি আদায়ের প্রয়োজনে দেশজুড়ে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়ার হুমকি দিয়েছেন তারা। মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি টানেন আন্দোলনকারিরা।