টুঙ্গিপাড়া পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস -২০২৫ 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে পালিত এই দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল “অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন”। নারী দিবস উপলক্ষে এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে নারী ও কন্যারা অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পুরো এলাকায় প্রদক্ষিণ করে। এ সময় নারীরা বিভিন্ন প্লাকার্ড ও স্লোগান দিয়ে শোভাযাত্রায় অংশ নেন, যা তাদের অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবি জানানোর প্রতীক হিসেবে উঠে আসে। শোভাযাত্রার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মইনুল হক। এছাড়া উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক এছাড়া, অনুষ্ঠানে নারীদের অধিকারের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। নারী দিবসের এ কর্মসূচি সকল স্তরের মানুষকে নারী অধিকারের গুরুত্ব উপলব্ধি করতে সহায়ক হিসেবে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।