সিরাজগঞ্জ-৩ সাবেক সংসদ সদস্য আজিজের ১ দিনের রিমান্ড

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২। বুধবার (৫ মার্চ) দুপুর দুইটার দিকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক ওবায়দুল হক রুমির আদালতে দীর্ঘক্ষণ শুনানির পর বাদীপক্ষ ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে আদালত থেকে তাকে জেলখানায় নেওয়া হয় এবং বিধি মোতাবেক থানায় নেওয়া হয়। হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে তাকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে নিশ্চিত করেছেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি মোঃ হুমায়ুন কবির। মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাড়াশে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা ও ভাঙচুর এবং হত্যাচেষ্টার অভিযোগে বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে মামলা করেন। হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে করা এ মামলায় সাবেক সংসদ সদস্য মো. আবদুল আজিজসহ আওয়ামী লীগের নেতা–কর্মীদের আসামি করা হয়। উল্লেখ্য, জুলাই ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় গত ৩ ফেব্রুয়ারী রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে র‍্যাব-২ এর সদস্যরা সাবেক এ সংসদ সদস্যকে গ্রেফতার করেন।