সারা দেশের ন্যায় গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় যথাযথ মর্যাদা পালিত হলো, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ ফেব্রুয়ারি, ২০২৫, সকাল ৯টার দিকে টুঙ্গীপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও সাধারণ জনগণ ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন।
১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন, তাদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, রাজনৈতিক নেতারা, পেশাজীবী সংগঠনের সদস্যরা ও সাধারণ জনগণ। শহীদদের অবদান ও ভাষার জন্য তাদের ত্যাগের গুরুত্ব সম্পর্কে সবাই গভীর শ্রদ্ধা ও সম্মান জানান।
, উপজেলা নির্বাহী অফিসার মইনুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও টুংগীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার খোরশেদ আলম এবং অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীরা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। তারপর বিভিন্ন সংগঠন ও শ্রেণিপেশার মানুষ একে একে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে, শিক্ষার্থী, তরুণরা, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এ দিবসটিকে গভীরভাবে স্মরণ করে ভাষার গুরুত্ব এবং শহীদদের ত্যাগের প্রতি সম্মান জানায়।