রোটারিয়ান ড. খুরশিদার মাতার মৃত্যুতে গ্রেটার চিটাগাংয়ের শোক
রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগমের মাতা আয়েশা খাতুনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং পরিবার।
শনিবার(২৮ ডিসেম্বর) সকালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)।
গ্রেটার চিটাগাং পরিবারের পক্ষ থেকে পাঠানো এক শোক বার্তায় স্বাক্ষর করেন ক্লাবের প্রেসডেন্ট এস এম জমির উদ্দিন ও সেক্রেটারি ড. আয়েশা আফরিন। শোক বার্তায় বলা হয়েছে, রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগম, ক্লাব জয়েন্ট সেক্রেটারি সৈয়দা সেলিনা সরওয়ার, ক্লাব সদস্য সৈয়দা শামীমা আকতার, ক্লাব সদস্য সৈয়দ ফজলুল করিমের শ্রদ্ধেয় মাতা এবং ক্লাব পরিচালক তাহসিন চৌধুরীর নানী ও সফি মোটারস এর প্রতিষ্ঠাতা মরহুম এস এম শফি সাহেবের সহধর্মনী আয়েশা খাতুন মৃত্যুতে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং গভীরভাবে শোকাহত।
শোক বার্তায় আরও বলা হয়েছে, চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কদলপুর গ্রামের প্রবীণ বাসিন্দা আয়েশা খাতুন ছিলেন একজন গুণাবলি সম্পন্ন রত্না গর্ভা নারী । তার মৃত্যুতে সমাজ একজন মহীয়সী নারীকে হারাল। আমরা তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি এবং পরম করুণাময়ের কাছে তার আত্মার মাগফেরাত ও চিরশান্তি কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতবাসী করুন। -বিজ্ঞপ্তি