দিনাজপুরের ঘােড়াঘাট মহাসড়কের উপর পার্ক করে রাখা থাকা ট্রাকের পেছন চলন্ত আরেকটি ট্রাকের ধাক্কা চালকসহ হেলপার নিহত হয়েছে। গতকাল বুধবার ভোর ৫টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। জানা যায়, দিনাজপুর থেকে ধান বােঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রাে-ট-১৩-৪২৫৪) গন্তব্য বগুড়ার দিকে যাবার সময় দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহা সড়কের ঘােড়াঘাট উপজেলার গুছগ্রাম এলাকায় রাস্তার উপর পার্ক করে রাখা পাথর বােঝাই একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্হলে ধান বোঝাই ট্রাকের চালক নিহত হয়েছে। নিহত ট্রাক চালক ইসমাইল হোসেন (৬০) বগুড়ার শেরপুরের বাসিন্দা। গুরুত্বর আহত হেলপার বাবু মিয়াকে (২৫) ঘােড়াঘাট উপজেলা হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্হায় বগুড়া শহীদ জিয়া মেডিকল কলেজ হাসপাতাল পাঠানোর সময় পথিমধ্যই তার মৃত্যু ঘটেছে।