সিরাজগঞ্জে ওয়ালটনের ডাবল মিলিয়ন অফার উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

“ওয়ালটন পণ্য কিনে জিতে নিন নিশ্চিত উপহার” এই স্লোগানকে সামনে রেখে ওয়ালটন ‘ডাবল মিলিয়ন অফার সিজন-২১’ উপলক্ষে সিরাজগঞ্জে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ এরিয়ার উদ্যোগে শহরের বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এস.এস রোডে ওয়ালটন শোরুমে এসে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেন সিরাজগঞ্জ এরিয়ার আর এস এম ফয়সাল হাসান, ক্রেডিট মনিটরিং দুলাল হাসান, ওয়ালটন প্লাজা সিরাজগঞ্জ -১ শাখার ম্যানেজার রেজাউল করিম, সিরাজগঞ্জ -২ শাখার প্লাজা ম্যানেজার মাজেদুর রহমান,বিভিন্ন উপজেলা পরজায়ের প্লাজা মানেজার গনসহ স্থানীয় ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্লাজার অন্যান্য কর্মকর্তা কর্মচারী বিন্দু ।

অনুষ্ঠানে বক্তারা জানান, গ্রাহকদের জন্য ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এর আওতায় চালু হওয়া ডাবল মিলিয়ন অফার গ্রাহকদের আকৃষ্ট করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। এই অফারে ওয়ালটনের টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনলে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ জেতার সুযোগ রয়েছে। অফারটি চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

ওয়ালটনের এ ধরনের উদ্যোগ সাধারণ গ্রাহকের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। বর্ণাঢ্য এ র‌্যালি ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা তৈরি করেছে। বক্তারা সবাইকে আহ্বান জানান, “ওয়ালটন পণ্য কিনুন, দেশের অর্থ দেশেই রাখুন।”