নাটোরের গুরুদাসপুরে আব্দুল লতিফ (৫৬) নামে এক মাছ ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে প্রতিবেশি শফিকুল, আলামিনসহ তাদের সহযোগিদের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী আব্দুল লতিফ বাদী হয়ে গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আব্দুল লতিব রবিবার রাতে রুদাসপুরের শাপলা চত্বরে একটি অফিসে সংবাদ সম্মেলন করে জানান, গত ২৯ নভেম্বর ভোর সাড়ে ৫ টার দিকে আমি বাড়ি থেকে নিজস্ব পুকুর হতে মাছ ধরে ধানুড়া গ্রামের আয়েজ উদ্দিনের মোড়ে পৌছালে পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে শফিকুল, আলামিনসহ তাদের আত্মীয়-স্বজনরা আমাকে মারপিট করে। এসময় আমার কাছে থাকা প্লাস্টিকের ব্যাগে থাকা ২ লাখ ৬০ হাজার টাকা কৌশলে চুরি করে নেয়। আমার ডাকচিৎকারে প্রতিবেশিরা আমাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বিবাদীগণ আমাকে খুন,জখম করবে বলে হুমকি দিয়ে চলে যায়। এবিষয়ে অভিযুক্ত শফিকুল ইসলাম বলেন, আব্দুল লতিফকে মারপিট করা হয়েছে সত্যি। তবে টাকা নেওয়া হয় নাই। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম সারওয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।