মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আরিচা-কাজিরহাট নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। যমুনা নদীতে নাব্যতা সংকটের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে গতকাল শুক্রবার (১ নভেম্বর) রাতে ১০টা থেকে ফেরিচলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কর্যালয় কর্তৃপক্ষ। নৌরুটের চ্যানেলের গভীরতা বাড়লে ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে।
বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী জানান, নাব্যতা সংকটের কারণে গতকাল শুক্রবার রাত ১০টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নৌরুটে ফেরি চলাচলের জন্য নৌ-চ্যানেলের গভীরতা কমে গেছে এবং ফেরি চলাচলের জন্য চ্যানেলে পানিও কম। নাব্যতা সংকট না কাটলে ফেরি চলাচল স্বাভাবিক করা সম্ভব নয়। নৌ-চ্যানেলটি সচল না করা পর্যন্ত আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকবে বলেও তিনি জানান।