খালেদা জিয়ার সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উদ্যােগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং নাসিক ৬নং ওয়ার্ডের প্রয়াত সকল বিএনপি নেতাদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জে নাসিক ৬নং ওয়ার্ডের মোহর আলী সরদার বাজার জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য  কামনায় দোয়া করা হয়। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং মরহুম বিএনপি নেতা ওসমান গণী, ফজল মেম্বার, আ: বারেক ভূঁইয়া, নাজিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী আক্কাস সহ প্রয়াত সকল বিএনপি নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিল পূর্বে বক্তব্যে ছাত্র-জনতার বিপ্লবে শিক্ষার্থী ও নতুন প্রজন্মের মানুষের প্রাণ বিসর্জনে শ্রদ্ধা নিবেদন করে নেতা-কর্মীরা বলেন, আমাদের এই ৬নং ওয়ার্ড থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটতরাজ নির্মূল করতে হবে। বিএনপিতে কোন অপরাধীর জায়গা নেই। সকলকে ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আমাদেরকে জানানোর আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল নিরাপত্তায় সকলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তবেই এদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। দীর্ঘ ১৬ বছর পর আমাদের দেশ জুলুমের হাত থেকে স্বাধীন হয়েছে। এই জালিমের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাদের এই জুলুমের হাত থেকে রক্ষা করতে যে সমস্ত মানুষ নিহত হয়েছে তাদের অবদান আমরা কখনো ভুলব না। আল্লাহ যেন তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।
নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: কামাল হোসেনের সভাপতিত্বে ও জাকির হোসেনের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মনির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: আক্তারুজ্জামান মৃধা, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ওয়াসিম আসলাম, দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিন্টু, ৬নং ওয়ার্ড যুবদলের  হানিফ বেপারী, মহিউদ্দিন, রুবেল হোসেন মিন্টু, রুহুল, বাবু, স্বপন, সাজ্জাদ, আবু কালাম, জাকারিয়া প্রমুখ।