নারায়ণগঞ্জ প্রতিনিধি : ইসলামের সৌন্দর্যে বিমোহিত হয়ে সিদ্ধিরগঞ্জে নাসিক ৬নং ওয়ার্ডে হিন্দু ধর্মালম্বী বাপ্পি সরকার নামে এক যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি ইসলাম ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার নাম বাপ্পি চন্দ্র সরকার, ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার বর্তমান নাম নূরু মহাম্মাদ। তিনি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সারেঙ্গা ইউনিয়নের বারেন্দ্র সরকারের পুত্র। তার বাবাও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে তিনি জানান। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাতঘোড়া সিমেন্ট কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন। ১৮ এপ্রিল বৃহস্পতিবার রাতে সুমিলপাড়া এলাকায় বায়তুন নাজাত জামে মসজিদের ইমাম ও খতিব ইলিয়াস প্রধানের কাছে কালেমা পড়েন তিনি। এর আগে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ কোর্টে হলফ নামা দিয়ে নাম ও ধর্ম পরিবর্তন করেন তিনি। ইসলাম ধর্মে আসা নুরু মহাম্মাদ বলেন, বিভিন্ন ওয়াজ মাহফিল শুনে ও আশপাশের মুসলমানদের কাছে ইসলামের বিষয় অবগত হয়ে তার দৃঢ় বিশ্বাস জন্মেছে ইসলাম একটি খাটি ধর্ম, শান্তির ধর্ম ও সত্যের ধর্ম। ইসলামই একমাত্র ধর্ম যা মানুষকে ইহকাল-পরকালে শান্তি ও মুক্তি দিতে পারে। তাই ইসলাম ধর্মের আদর্শে উদ্ভুদ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।