নারায়ণগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় ঈদের আনন্দ উৎসব ভাগাভাগি করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের ৪০০ শত হত দরিদ্র, অসহায় পরিবারের মাঝে কাউন্সিলর রুহুল আমিন মোল্লার উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (০৭ এপ্রিল) দুপুরে নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ওয়ার্ডের সাধারণ মানুষ কাউন্সিলরের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী পেয়ে খুশিতে আপ্লুত হয়ে উঠেন।
এদিকে কাউন্সিলর রুহুল আমিন মোল্লা প্রবাসে থাকায় তার নির্দেশে তার পক্ষে কাউন্সিলর সচিব মোঃ সাইফুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা এসএইচ এম মাহাবুব আলম, নারায়ণগঞ্জ জেলা নাট্যকর্মী জোট সভাপতি ও সহ-সভাপতি গোদনাইল ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ শাহজাহান,মোঃ জামাল মোল্লা , গোদনাইল ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতা কাজী অহিদ আলম, সাধারণ সম্পাদক নাসিক ৮নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ নেতা শিহাব উদ্দিন রিপন, নূর হোসেন পাঠান, মনির হোসেন মোল্লা, মোঃ নাছির, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ ইমন প্রমুখ নেতৃবৃন্দ ঈদ উপহার সামগ্রী বিতরণে অংশ নেন।