গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের ৫টি আসনে ৪টিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে বলে বেসরকারী ফলাফলে দেখা গেছে। রোববার ৭ জানুয়ারি দিনভর শান্তিপুর্ন পরিবেশ ভোট গ্রহন সম্পন্ন হয়। সকালের দিকে বিভিন্ন ভোট কেন্দ্রে ফাঁকা দেখা গেলেও বেলা ১২ টার পর থেকে কেন্দ্রে মানুষ আসনে থাকে।
বিকাল চারটার পর থেকে জেলা রিটার্নিং অফিসারের দপ্তরে ফলাফল আসতে থাকে। বেসরকারী ফলাফলে দেখা যায় গাজীপুর-১ আসনে নৌকার মনোনীত প্রার্থী আ.ক.ম মোজাম্মেল হক এমপি ১ লাখ ৯ হাজার ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল ৯২ হাজার ৭৮৮টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন। গাজীপুর-২ আসনের নৌকার মনোনীত প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ১ লাখ ৩৯ হাজার ৮৬টি ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন ৮১ হাজার ৮০৪টি ভোট পেয়ে পরাজিত হয়েছে। গাজীপুর-৩ আসনে নৌকার প্রার্থী রোমানা আলী টুসি এমপি ১ লাখ ২৬ হাজার ১৯৬টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার প্রতিদ্বন্দি বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ ট্রাক প্রতিকে পেয়েছেন ১ লাখ ১ হাজার ৬শ ৭৪টি ভোট পেয়ে পরাজিত হয়েছে। গাজীপুর-৪ আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি ৮৯ হাজার ৭২৯ টি ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ ঈগল প্রতিক নিয়ে ৪৪ হাজার ৪৫টি ভোট পেয়ে পরাজিত হয়েছে। তবে গাজীপুর ৫ আসনে হয়েছে নৌকার পরাজয়। বর্তমান সংসদ মেহের আফরোজ চুমকি ছিলেন এই আসনের নৌকার মনোনীত প্রার্থী। গত ৩ বার এই আসন থেকে এমপি হিসেবে তিনি দায়িত্ব পালন করলেও এবার প্রবীণ আওয়ামীলীগ নেতা ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান এর কাছে পরাজিত হয়েছে। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান ৬২ হাজার ৯৪০ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দি নৌকার মনোনীত প্রার্থী চুমকি ৫০ হাজার ৬৯৬টি ভোট পেয়ে পরাজিত হয়েছে।