পুরান ঢাকাকে বাসযোগ্য করে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। শুক্রবার (২২ ডিসেম্বর) পুরান ঢাকার নাসির উদ্দিন সরদার লেনের বায়তুল ইজ্জত জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণসংযোগ করার সময় সাংবাদিকদের তিনি এ কথা জানান। মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘আমি পুরান ঢাকার সন্তান, এটাই আমার বড় পরিচয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র থাকা অবস্থায় যে কাজ করেছি তার উপহার স্বরুপ জনগন আমাকে ভোট দেবেন। অন্যান্য আসন থেকে এ আসনে ভোটার উপস্থিতি বেশি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।’ পুরান ঢাকা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা জানিয়ে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, পরিকল্পনা করে পুরান ঢাকাকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হবে। টোকিও ও সিঙ্গাপুর শহর এক সময় পুরান ঢাকার মতো ঘনবসতিপূর্ণ ছিলো। সেখানেও পরিকল্পনা করে উন্নয়ন করা হয়েছে। নির্বাচিত হলে নেত্রীর নির্দেশনা অনুযায়ী পুরান ঢাকাকে উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী এবার স্মার্ট বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন। পুরান ঢাকার সমস্যা দূর করে একটি স্মার্ট ঢাকা বিনিমার্ণ করা হবে। নির্বাচিত হলে পুরান ঢাকার উন্নয়নে সিটি করপোরেশনের বিভিন্ন কাজে সহায়তারও আশ্বাস দেন তিনি।