নান্দাইলে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ময়মনসিংহের নান্দাইলে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) উপজেলা যুবলীগের আয়োজনে সকাল ১১টায় এ উপলক্ষে আনন্দ র‍্যালী ও উন্নয়ন শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করেন।

র‌্যালিতে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। এরপর আনন্দ র‍্যালী শেষে উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নান্দাইল উপজেলা যুবলীগের সভাপতি আবুবক্কর সিদ্দিক বাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,স্থানীয় এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.হাসান মাহমুদ জুয়েল,পৌরমেয়র রফিক উদ্দিন ভূইয়া।