ফুলবাড়ী সরকারি কলেজে নবীণবরণ

দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজে রবিবার একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।গতকাল সকাল ১১টায় কলেজের বিভিন্ন শ্রেণি কক্ষে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের আয়োজিত ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আলতাফ হোসেন।

নবীনবরণ উপলক্ষে কলেজের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করন একাদশ শ্রেণিতে ভর্তি ও রেজিস্ট্রেশন কমিটির (২০২৩-২৪) আহবায়ক ও কলেজের সহযোগী অধ্যাপক আমিনুল ইসলাম।এতে প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর আলতাফ হোসেন, উপাধ্যক্ষ আহসান হাবীব, সহকারী অধ্যাপক হাসমী চৌধুরী, সহকারী অধ্যাপক মারজিয়া আহমেদ, প্রভাষক এরশাদ হোসেন, প্রভাষক মোহায়মেনুল আরেফিন, প্রভাষক মোহাইমিনুল ইসলাম, প্রভাষক মোতাহার হোসেন প্রমুখ।শেষ আনুষ্ঠানিকভাবে নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষকদ্বয়।