যশোরের কেশবপুরে জামাত-বিএনপির সহিংসতা, নৈরাজ্য ও অপরাজনীতি প্রতিহত এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষে যুবলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেশবপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি বি এম শহীদুজ্জামান শহীদ। মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম-আহবায়ক আবু সাঈদ লাভলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র ও যশোর জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়।অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, হাসানপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক তুহিন রেজা, সাগরদাঁড়ি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুল্লা আল মামুন, সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক হারুনুর রশীদ লিটনপ্রমূখ।