মোজাহিদ, শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের পাঁচ দিন পর রামিমুল হাসান বিজয় (১৪) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর তাসমিয়া কসমেটিকস কারখানার সংলগ্ন গহীন গজারি বন থেকে ওই কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে। নিহত বিজয় শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কেওয়া চন্নাপাড়া এলাকার নোমান বেপারীর ছেলে। সে চন্নাপাড়া শতদল কিন্ডার গার্টেন স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল। আটককৃতরা হলেন, ওই এলাকার মৃত নুর হোসেন বেপারীর ছেলে ও নিহত বিজয়ের চাচা জুয়েল বেপারী, দেলোয়ার হোসেনের ছেলে জিহাদ বেপারী, ও ময়মনসিংহ জেলার নান্দাইল থানার ধলিয়াপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে শামীম। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম।