বঙ্গবন্ধু কলেজ ফুটবলে বিভাগীয় পর্যায়ের খেলা শুরু

ব্রাহ্মণবাড়িয়ার শুভ সূচনা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের খেলা বৃহস্পতিবার (২৭ জুলাই) থেকে শুরু হয়েছে।  কিন্তু স্বাভাবিকভাবে প্রথম দিনে যে উদ্বোধনী অনুষ্ঠান থাকে বৃহস্পতিবার তা হয়নি।  এটা কয়েকদিন পর হবে বলে সংশ্লিস্ট সুত্রে জানা গেছে।

এতে হালিশহর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত প্রথম দিনের একমাত্র খেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ সহজেই ৩-০ গোলে চট্টগ্রামের সীতাকুণ্ড ডিগ্রি কলেজ’কে হারিয়েছে।  তবে প্রথমার্ধ পর্যন্ত প্রায় সমানতালে লড়াই করেছিল চট্টগ্রাম জেলা পর্যায়ের দল চ্যাম্পিয়ন সীতাকুণ্ড ডিগ্রি কলেজ।

কিন্তু সময় যতই গড়িয়েছে ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের ছেলেরা ততই নিজেদের সংগঠিত করে প্রতিপক্ষের বিপদসীমানায় বারবার ঢুকে পড়ে এবং প্রাণান্ত  চেষ্টায় একে একে ৩টি গোল আদায় করে নেয়।  চট্টগ্রাম পর্বে যে খেলা সীতাকুণ্ড ডিগ্রি কলেজ খেলেছে, বৃহস্পতিবার তার ছিটেফোটাও দেখা যায়নি।  এ খেলায় জয়ী দলের হয়ে মাসুদ ২ টি ও হামদান গোল করেন।

শুক্রবার (২৮ জুলাই) এ প্রতিযোগিতার ২টি খেলা অনুষ্ঠিত হবে।  এতে সকাল ৯টায় বৃহস্পতিবারের বিজয়ী দল ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ ও রাঙ্গামাটি জেলার শিজক কলেজ এবং সকাল ১১টায় কক্সবাজার সিটি কলেজ ও ফেনী জেলার হাজী মনির আহমদ কলেজ মুখোমুখি হবে।

কিন্তু, বৃহস্পতিবার বিকেলে খেলে শুক্রবার সকালে আবারো  ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের খেলার ব্যাপারটা অনেকেই সমালোচনা করেছেন।  সাধারনত লিগ পর্বের খেলায় এক ম্যাচের পর কমপক্ষে ৭২ ঘন্টা এবং টুর্নামেন্ট পর্যায়ে ৪৮ ঘন্টা বিশ্রাম নিতে হয়।  এছাড়া অন্তত ২৪ ঘন্টা বিশ্রাম একটি দল পেতেই পারে।

উল্লেখ্য ১৩ দিন ব্যাপী  এই নকআউট   টুর্নামেন্টে ২২টি কলেজ দল অংশ নিচ্ছে।  আগামী ৮ আগস্ট ফাইনাল অনুষ্ঠিত হবে।