দুঃসময়ের বেড়াজালে আটকে পড়েছে একসময়ের ক্রিকেট পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজ। দুইবারের বিশ্বকাপ জেতা দেশটিকে দেখা যাবে না এবারের আসরে। ক্যারিবিয়ান ক্রিকেটের এমন দুঃসময়ে অনেকেই দিচ্ছেন অনেক পরামর্শ। তবে সম্ভবত সবচেয়ে কড়া বার্তা দিয়েছেন ভারতের ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার।
সাবেক এই ভারতীয় ক্রিকেটারের মন্তব্য, ক্যারিবিয়ান ক্রিকেটারদের বার্ষিক চুক্তি বন্ধ করে দেয়া হলেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সুদিন ফিরে আসবে।
তিনি মনে করেন, আগে থেকেই চুক্তিতে থাকার কারণে দেশের হয়ে খেলার আবেগ স্পর্শ করে না ক্যারিবীয় ক্রিকেটারদের। তাই সবার আগে, এই চুক্তির নিয়ম বাতিল করার পক্ষে তিনি। সেইসাথে টেস্ট ক্রিকেটের প্রতি তাদের আগ্রহ বাড়িয়ে তুলতে আকর্ষনীয় ম্যাচ ফি ও বোনাসের ব্যবস্থা করার পরামর্শও দিয়েছেন সানি।
গাভাস্কার বলেন, ‘এখন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা টেস্ট খেলছে অথবা টি-টোয়েন্টি খেলছে। বিশ্বের সব প্লেয়াররা জানে তাদের এক বছরের চুক্তি রয়েছে। ফলে যে ফরম্যাটেই খেলা হোক না কেন, আমি টাকা পাব। এমন পদ্ধতি বন্ধ করা উচিত। বার্ষিক চুক্তিতে থাকা ক্রিকেটারদের খেলা দেখে বোঝাই যায় না তারা দেশের জন্য খেলছে। ‘
তিনি বলেন, ‘আমার মতে এই বার্ষিক চুক্তি বন্ধ করে টেস্ট ম্যাচের ফি বাড়ানো হোক। সেই সঙ্গে প্রতিটি ম্যাচের পারফরম্যান্স দেখে ক্রিকেটারদের আর্থিক পুরস্কার করা হোক। তাহলে যদি ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করে। ‘