বিএনপির পদযাত্রা ও সমাবেশে ডিএমপির অনুমতি

রাজধানীতে আগামী ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি এবং ২২ জুলাই নয়াপল্টনে সমাবেশ করতে বিএনপিকে মৌখিক অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১৬ জুলাই) ডিএমপি হেডকোয়ার্টারে কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি।

তবে পদযাত্রায় পরিকল্পনা মন্ত্রণালয়ের রুটটি পরিবর্তনের জন্য ডিএমপির পক্ষ থেকে মতামত দেয়া হয়েছে। একইসঙ্গে কর্মসূচির প্রচারণায় মাইকিং করা যাবে না জানিয়ে বিএনপিকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুপারিশ করেছেন ডিএমপি কমিশনার।

বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, আমরা আন্দোলনের মাঠে রয়েছি। আমাদের যে দাবি বা টার্গেট একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বা যে নামেই হোক না কেন। নিরপেক্ষ নির্বাচনী আমাদের মুখ্য দাবি। আমরা একটু শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সেজন্য আমরা একদফা ঘোষণা করেছি। আমরা আশা করব এই সরকার পদত্যাগ করবে সংসদ ভেঙে দেবে, এ সরকারই নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন করার একটা ব্যবস্থা করবে।

এর আগে সকাল ১১টায় বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে যান। প্রতিনিধি দলটি ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করেন। ৩০ মিনিটের বৈঠকে ডিএমপি কমিশনারের কাছে পদযাত্রা কর্মসূচি ও সমাবেশ করার অনুমতি চেয়ে লিখিত আবেদন জমা দেয় বিএনপির প্রতিনিধি দল।

গত ১২ জুলাই (বুধবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সরকারের পতনের দাবিতে এক দফা ঘোষণা দিয়ে ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে দলটি। আগামী ১৮ জুলাই (মঙ্গলবার) ঢাকাসহ দেশের সব মহানগরী ও জেলায় পদযাত্রার কর্মসূচি পালন করা হবে।

ঢাকায় পদযাত্রা হবে দুই দিন। ১৮ জুলাই গাবতলী থেকে যাত্রাবাড়ী এবং ১৯ জুলাই উত্তরা আব্দুল্লাহপুর থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত হবে পদযাত্রা।

এমএইচএফ