পবিত্র হজ শেষের পর ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। তবে এখন শুধু উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এর দেশগুলোর বাসিন্দারা এই সুযোগ পাবেন। দশদিন পর অর্থাৎ আরবি বছরের শুরু থেকে বিশ্বের সব দেশের মুসলিমরা ওমরাহ করতে পারবেন।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় সৌদি আরবের বার্তাসংস্থা আল আরাবিয়া।
প্রতিবেদনে বলা হয়, সৌদি নাগরিক এবং বাসিন্দাদের পাশাপাশি গালফ কো-অপারেশনভুক্ত দেশের নাগরিকরা নুসুক অ্যাপ অথবা তাওয়াক্বালনা মোবাইল অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় অনুমতি নিতে পারবেন।
মূলত ওমরাহযাত্রীদের সেবার মান আরও উন্নত করতে এই অ্যাপগুলোর ব্যবহার শুরু হয়েছে। এ ছাড়া এটি সৌদি ভিশন ২০২৩ এরও অংশ। অন্যদিকে, নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ করতে ইচ্ছুক যারা সহজেই নির্দিষ্টকৃত ওমরাহর অনুমতি পেতে পারেন।
এদিকে তাওয়াক্বালনা মোবাইল অ্যাপের সাথে নুসুক অ্যাপ একীভূত হওয়ায় আবেদনকারীদের স্বাস্থ্যগত বিষয়টি যাচাই করার বিষয়টিও সহজ হয়েছে কর্তৃপক্ষের জন্য।
এছাড়া সৌদি আরবের বাইরের দেশ থেকে ওমরা পালনকারীদেরও স্বাগত জানানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
সৌদিতে ওমরাহ যাত্রীদের প্রবেশের প্রক্রিয়াকে গতিশীল করার জন্য ইলেকট্রনিক ভিসা চালু করা হয়েছে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
এমএইচএফ