রাঙামাটির বিলাইছড়ি থানার ধূপশীল এলাকায় অভিযান পরিচালনা করে ২০ লাখ ভারতীয় রুপিসহ এক গরু ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃত গরু ব্যবসায়ীর নাম মো. বদি আলম (৭০)।
শুক্রবার (২৬ মে) সকাল ৯টায় গ্রেফতার আসামিকে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
বিলাইছড়ি থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টায় যৌথবাহিনী গোপন সূত্রে খবর পেয়ে ১নং বিলাইছড়ি ৭নং ওয়ার্ড ধূপশীল সড়ক থেকে মো. বদি আলমকে (৭০) গ্রেফতার করা হয়। এসময় তাকে তল্লাশি করে ভারতীয় ২০ লাখ রুপী (দশ বান্ডিল) এবং বাংলাদেশি নগদ ১ লাখ ৭১ হাজার ৫শ’ টাকা এবং ব্যবহৃত একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যবসায়ী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ নিশ্চিন্তপুর ২নং হোচনাবাদ ৬নং ওয়ার্ড ইউনিয়নের মৃর্ত বাদশা মিয়ার ছেলে।
বিলাইছড়ি থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন (ওসি) জানান, গ্রেফতার বদি একজন গরু ব্যবসায়ী বলে নিজেকে পরিচয় দেযন। তিনি ভারত সীমান্ত এলাকা হতে জুড়াছড়ি দমদমিয়া গবাইছড়ি ও বরকল হতে অবৈধ পথে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে গরুসহ বিভিন্ন পণ্য আনা নেয়া করত।
ভারতীয় মজুড়াছড়ি এবং বিলাইছড়ি থানার সীমান্ত এলাকা দিয়ে দীর্ঘ বছর যাবৎ ধরে অবৈধ মুদ্রা দিয়ে চোরাকারবারি করে আসছে। এছাড়া চোরাই পথে গরু এনে কাপ্তাই উপজেলা নতুনবাজার, রাঙ্গুনিয়া উপজেলা ও চট্টগ্রামে বেঁচাকেনা করত। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তা স্বীকার করেন।
বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন (ওসি) জানান, তিনি দীর্ঘ ৩০/৪০ বছর যাবত গরুর ব্যবসা করে আসছে জানি। কিন্তু গরু ব্যবসার আড়ালে সীমান্ত এলাকা থেকে কিছু উপজাতীয়দের সাথে আঁতাত করে চোরাই পথে অবৈধভাবে ভারতীয় রুপী নিয়ে চোরাকারবার করে তা জানা ছিল না, তাছাড়া বৃদ্ধ লোক বলে তাকে কেউ সন্দেহ করতো না। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তাকে যৌথবাহিনী গ্রেফতার করে এবং যৌথবাহিনী অভিযান পরিচালনা করে চোরাই সিন্ডেকেটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া শুরু করেছে। গ্রেফতার বদির বিরুদ্ধে বিলাইছড়ি থানায় মামলা করে রাঙামাটির আদালতে সোপর্দ করা হয়েছে।