হাটহাজারী পৌরসভার প্রশাসক হলেন মঞ্জুরুল আলম

হাটহাজারী পৌরসভার প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে মঞ্জুুরুল আলম মঞ্জুকে। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক।

২০১২ সাল থেকে নির্বাচনবিহীন হাটহাজারী পৌরসভা এবার প্রথম প্রশাসক হিসেবে একজন রাজনীতিবিদকে পেল। এর আগে উপজেলা নির্বাহী অফিসাররা অতিরিক্ত দায়িত্বে পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সর্বশেষ, হাটহাজারীর ভূমি কর্মকর্তা প্রশাসকের দায়িত্বে ছিলেন।

গত ১৫ ফেব্রুয়ারি উপ সচিব আব্দুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মঞ্জুরুল আলম মঞ্জুকে প্রশাসক ঘোষণা করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পৌর-১শাখা।

উল্লেখ্য, মঞ্জুরুল আলম মঞ্জু চট্টগ্রাম জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক।