স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা’র কেন্দ্রীয় কমিটি ২০২৫-২৬ সেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই (বৃহস্পতিবার) বিকাল ৪ টায় মৌলভীবাজার শহরের রেষ্ট ইন রেষ্টুরেন্ট ও পার্টি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা’র নবনির্বাচিত সভাপতি বুরহান উদ্দিন রুপক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মিনহাজ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মনোয়ার আহমদ রহমান, মো:ফখরুল ইসলাম, সালেহ আহমদ, উপদেষ্টা মন্ডলীর সদস্য হাফিজুর রহমান চৌধুরী তুহিন, মুশফিক আহমদ সাদিক, সংগঠনের সদ্য সাবেক সভাপতি সফিকুল ইসলাম সহ নব-গঠিত কমিটির স্বেচ্ছাসেবীগণ। স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা সৈয়দ শাহেদ আলী (ইতালি প্রবাসী) সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন এবং নবগঠিত কমিটি সহ উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে সংগঠনের স্বেচ্ছাসেবীদের আই.ডি কার্ড বিতরণ, সম্মাননা স্মারক প্রদান ও শপথ বাক্য পাঠ করানো হয়। দেশের জন্য শহীদ ও আহত এবং মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহত এবং আহত সকলের প্রতি নিরবতা পালন করে দোয়া কামনা করা হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন উপজেলা থেকে আগত সেচ্ছাসেবীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।