ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র পানির পাম্পটি নষ্ট হয়ে যাওয়ায় সেখানে ছয়দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে হাসপাতালের রোগী— তাদের স্বজন, ডাক্তার এবং নার্সরা চরম ভোগান্তিতে রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে হাসপাতালে পানি ওঠানোর একমাত্র পাম্পটি গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নষ্ট হয়ে যায়। এরপর হাসপাতালে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। পানির সংকটে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের গোসল করা থেকে শুরু করে সবকিছু দুরূহ হয়ে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রোগী ও তাদের স্বজনরা বাইরের দোকান, পুকুর ও টিউবওয়েল থেকে পানি নিয়ে আসছেন। পানি সংকটে শৌচাগারে পানি ব্যবহার কম হওয়ায় ছড়াচ্ছে দুর্গন্ধ।
হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ ইউনুস নামে এক রোগীর স্বজন বলেন, ‘গত ৪ দিন ধরে এখানে ভর্তি আছি। রোগীকে ভালো করতে এসে মনে হচ্ছে আমরাও অসুস্থ হয়ে যাব। বাইরে থেকে কত পানি আনা যায়। আমাদের দুর্ভোগের শেষ নেই।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার উৎপল দাস বলেন, ‘পানির পাম্প নষ্ট হয়ে যাওয়ার কারণে এ সমস্যা তৈরি হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে। স্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রকৌশলী দুইবার আসলেও পাম্প ঠিক হয়নি। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’