সিলেটে অবরোধের প্রথম দিনে বিএনপির মশাল মিছিল থেকে অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও রাস্তায় সিএনজি অটোরিকশাতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, অবরোধের সমর্থনে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সুবিদবাজার এলাকায় হঠাৎ করে মশাল মিছিল বের করে। মিছিল শেষে তারা একটি অ্যাম্বুলেন্স, কয়েকটি যানবাহন ভাঙচুর ও সিএনজি অটোরিকশাতে আগুন দেয়। এতে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যান।
ঘটনার পর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পাল্টা শোডাউন দেন।
এ ব্যাপারে সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি তুহিন আহমদ জানান, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অ্যাম্বুলেন্সসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক তাদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন, বিএনপি নেতাকর্মীদের মিছিল থেকে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়েছে। পুলিশ পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।