সিলেটে পাহাড় ধসে স্বামী-স্ত্রী-সন্তানের মর্মান্তিক মৃত্যু

সিলেট নগরের মেজরটিলা এলাকায় একটি বসতঘরে টিলা ধসে চাপা পড়া তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ জুন) দুপুর সোয়া ১টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

এই তিনজন হলেন- আগা করিম উদ্দিন (৩১), তার স্ত্রী শাম্মী আক্তার রুজি (২৫) ও ছেলে নাফজি তানিম (২)।

 

সিলেট মহানগর পুলিশের শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।