সিনেটের পর প্রতিনিধি পরিষদেরও নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন রিপাবলিকানরা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে তার দলের নিয়ন্ত্রণে মার্কিন আইনসভার উচ্চকক্ষ সিনেট। এবার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ারও খুব কাছাকাছি পৌঁছে গেছে দলটি।

এডিসন রিসার্চের তথ্য অনুযায়ী, ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা ইতোমধ্যে ২১৩টি আসন জিতেছে। আর ডেমোক্র্যাটরা পেয়েছে ২০৫ আসন। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে রিপাবলিকানদের আর পাঁচটি আসন দরকার। অন্যদিকে ডেমোক্র্যাটদের প্রয়োজন বাকি ১৭ আসনের মধ্যে অন্তত ১৩টি।

প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর সিনেট ও প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা আধিপত্য বিস্তার করতে পারলে ট্রাম্পের এজেন্ডাগুলো বাস্তবায়ন করা সহজ হবে। কর ও ব্যয় সংকোচন, জ্বালানি খাতে নিয়ন্ত্রণ শিথিলকরণ, সীমান্ত নিরাপত্তা, অভিবাসী নীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিনেট এবং প্রতিনিধি পরিষদের পূর্ণ সমর্থন থাকবে ট্রাম্পের প্রতি।

জানা গেছে, প্রতিনিধি পরিষদের বাকি ১৭টি আসনের বেশিরভাগই পশ্চিমাঞ্চলীয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে রয়েছে। সেখানে সাধারণত ভোট গণনার গতি দেশের অন্যান্য অংশের তুলনায় ধীর।

আগামী সপ্তাহে রিপাবলিকান সিনেটররা সিনেটে দলের নেতৃত্বে কে থাকবে তা নির্ধারণ করবেন। সেখানে এই দায়িত্ব নেওয়ার জন্য বিবেচনায় রয়েছেন জন থুন, জন কর্নিন ও রিক স্কট ।