দেশের চলমান লাগামহীন প্রকাশ্যে ছিনতাই, চুরি, ডাকাতি, খুন, নারী নির্যাতণ,ধর্ষণ সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং মাগুরার শিশু আসিয়ার ধর্ষণকারীদের ফাঁসীর দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন জেলা শাখা ও প্রেসক্লাব গোপালগঞ্জসহ জেলার সাংবাদিকরা। মঙ্গলবার সকাল ১১টায় শহরের বঙ্গবন্ধু সড়কে প্রেসক্লাবের সম্মুখভাগে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে সেখানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, গোপালগঞ্জ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ জেট আমিনুজ্জামান রিপন, প্রেসক্লাবের যুগ্নমহাসচিব মোঃ আরিফুল হক আরিফ, প্রমূখ। গোপালগঞ্জ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ জেট আমিনুজ্জামান রিপন বলেছেন, সারাদেশে যেভাবে লাগামহীন ছিনতাই, চুরি, ডাকাতি, খুন, নারী নির্যাতণ,ধর্ষণ ও সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটছে, তাতে আমরা হতভম্ব। আমরা এসবের প্রতিবাদ জানাই এবং এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।
সারাদেশে ধর্ষণকারীদের দ্রুত আইনের আওতায় আনার আহবান জানিয়ে প্রেসক্লাব সভাপতি মোঃ জুবায়ের হোসেন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা করতে অন্যান্য জেলার প্রশাসনকে গোপালগঞ্জ জেলার প্রশাসনের কাছ থেকে পরামর্শ নেয়া উচিত।