সাংবাদিক নাদিম হত্যা মামলার আরও ৩ আসামি কারাগারে

জামালপুর প্রতিনিধি
জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলার তিন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশিগঞ্জ আমলী আদালতের বিচারক হাসিবুল্লাহ পিয়াস এই আদেশ দেন।
কারাগারে পাঠানো তিন আসামি হলেন- মামলার ১৫ নম্বর আসামি রুবলে মিয়া, ১৮ নম্বর আসামি মো. আবু সাঈদ এবং ২১ নম্বর আসামি রফিকুল ইসলাম। মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসূফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
অ্যাডভোকেট ইউসূফ আলী জানান, সাংবাদিক নাদিম হত্যা মামলার এই তিনজন আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আসা। তাদের জামিনের সময় শেষ হওয়ার পর তারা রোববার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে আসে। এসময় মামলার তদন্তকারী সংস্থা তিন জনের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। এসময় আদালত তাদের রিমান্ড আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।